জনগণের ভোগান্তি হয় এমন কিছু আমরা করবো না: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান (ছবি: সংগৃহীত)বিএনপি খালেদা জিয়ার নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি হয় এমন কিছু আমরা করবো না। আশা করি, সরকার এমন কিছু করতে আমাদের বাধ্য করবে না।’ রবিবার (২৭ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি আন্দোলন করতে জানে না যারা বলে, তারা ভুল জানে। আমাদের নেত্রী চান না জনগণের ভোগান্তি হোক।’

বিএনপির এই নেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ কেউ খেয়াল-খুশি মতো চালাবে, তা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ খেয়াল খুশিমতো দেশ চালাতে দেবে না। এই জনগণ দেশটাকে স্বাধীন করেছে। জনগণের দাবি নির্বাচন। সেই নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, সবার অংশগ্রহণমূলক না হয়, আর তাতে যদি জনগণ ভোট দিতে না পারে, তাহলে সেই নির্বাচন কোনও নির্বাচন নয়। সেটা নির্বাচনের নামে খেলা। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে, এই সিদ্ধান্তের মালিক একমাত্র জনগণ।’