তিন সিটির নির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৯ জুন

বিএনপিরাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই লক্ষ্যে আগামীকাল বুধবার (২০ জুন) থেকে এই তিন সিটির দলীয় মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দলটি।
যদিও আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি নির্বাচন দেখে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছিলেন দলের নেতারা। তবে তার আগেই সিদ্ধান্ত নিলেন তারা। আগামী ৩০ জুন এই তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান- রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহীদের বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আগামী ২১ জুন আরও ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দিতে হবে।