তিন সিটি নির্বাচন: বিএনপির মেয়র পদে সাক্ষাৎকার সাড়ে ৫টায়

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বর্তমান তিন মেয়রসহ ১৪ জন। বুধবার (২০ জুন) তারা ১০ হাজার টাকা জমা দিয়ে প্রত্যেকে মনোনয়পত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দেন তারা। এরপর বিকাল সাড়ে ৫ টায় বিএনপির চেয়ারপারসনে গুলাশান কার্যালয়ে মেয়রপদে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর সহ দলের সিনিয়র নেতারা।

এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩ সিটিতে মেয়র পদে ১৪ জন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকাল সাড়ে ৫টায় তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দলের মনোনয়ন বোর্ড তাদের সাক্ষাৎকার নেবেন।’

বিএনপির একটি সূত্রে জানা গেছে, রাজশাহী ও সিলেটে বর্তমান মেয়ররাই বিএনপির মনোনয় পাবেন। তবে বরিশালে প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শুধু বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশালের  বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।