শিক্ষাঙ্গনে বিপজ্জনক শক্তি ছাত্রলীগ: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী, ফাইল ছবিকোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষাঙ্গনের গণতন্ত্রবিরোধী বিপজ্জনক শক্তি ছাত্রলীগ।’

রবিবার (১ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে ছাত্রলীগ। বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদের আঘাত করে গুরুতর আহত করা হয়েছে।’

রিজভী বলেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিল প্রধানমন্ত্রীর তামাশা। সমগ্র জাতি এখন সেই রং-তামাশার দৃশ্য অবলোকন করছে। মূলত, প্রধানমন্ত্রী সেদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। ছাত্রলীগের মন শেখ হাসিনার প্রতিহিংসার রঙে রাঙানো।’

তিনি দাবি করেন, ‘এই সময়ের ছাত্রলীগ প্রকৃত কোনও ছাত্র সংগঠন নয়, এটি প্রধানমন্ত্রীর ভাড়াটিয়া বাহিনী। এদের মধ্যে নেই জ্ঞানের আলো, শিক্ষার আদর্শ, সহমর্মিতা ও সহিষ্ণুতা। প্রতিবাদের আওয়াজকে গুঁড়িয়ে দিতেই গুণ্ডামির চেতনায় এদের তৈরি করা হয়েছে।’

দলের চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, শনিবার খালেদা জিয়ার স্বজনরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থা দেখে তারা ব্যথিত হয়েছেন।

রিজভীর অভিযোগ, খালেদা জিয়ার ব্যক্তিগত এমনকি সরকারি হাসপাতালের চিকিৎসকরা তার সুচিকিৎসার জন্য যে পরামর্শ দিয়েছিলেন তা মানা হয়নি।