খালেদা জিয়ার দেখা পাননি পরিবারের সদস্যরা



কারাফটকে সাংবাদিকদের ব্রিফিং করছেন খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি তার পরিবারের সদস্যরা। শনিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টায় নাজিম উদ্দিন রোড়ের পুরনো কেন্দ্রীয় কারাঘারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান পরিবারের ৫ সদস্য। কিন্তু সোয়া ৫টা পর্যন্ত কারাগারের ভেতরে অবস্থান করেও দেখা করতে না পেরে ফিরে গেছেন পরিবারের তারা। কারাফটকে খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান।
কারাগারে খালেদা জিয়ার সঙ্গ দেখা করতে গিয়েছিলেন বড় বোন সেলিমা ইসলাম, সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন ও ভাগ্নি সাফিয়া ইসলাম।
দেখতে করতে না পারা প্রসঙ্গে সেলিমা ইসলাম বলেন, ‘এরআগে ওপরে গিয়ে খালেদা জিয়ার রুমের পাশে করিডোরে দেখা করতাম আমরা। কিন্তু আজ তিনি অসুস্থ জেনে এসেছি। পারমিশনও দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিচে নামতে পারছেন না। আমাদেরও ওপরে যেতে দেওয়া হয়নি। তাই আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।’
খালেদা জিয়ার বড়বোন আরও বলেন, ‘আমরা এর আগে অনেকবার ওপরে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। তিনি হাঁটতে পারেন না, তার পায়ে ব্যথা। আজকে অসুস্থ, জ্বর ছিল। তিন চারদিন ধরেই বেশ জ্বর। এখন বুকে ব্যথা। তিনি তো হাঁটতে পারছেন না। নামবেন কী করে?’
এর আগে গত ১০ তারিখে বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ১১ দিন খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। সরকার খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বন্দি করে রেখেছে।’
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।