খালেদা জিয়ার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপির সিনিয়র নেতারা



বিএনপিখালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৭৩ জন উপদেষ্টার মধ্যে ৪০ জন বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, সিনিয়র নেতাদের ডেকে এনে চলমান আলোচনার অংশ হিসেবেই উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে এদিন সন্ধ্যায় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য নিয়মিত বৈঠক করেন।
খালেদা জিয়ার একজন উপদেষ্টা বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়া, কর্মসূচি, বৃহত্তর রাজনৈতিক ঐক্যসহ নানা বিষয়ে মতামত দেন উপদেষ্টারা। এছাড়া বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।