তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ

তরিকুল ইসলাম (ফাইল ফটো)বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বুধবার (১০ অক্টোবর) রাতে তাকে আজগর আলী মেডিক্যালে সিসিওতে রাখা হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির প্রবীণ নেতা তরিকুল ইসলাম অনেক অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীর কাছে তার পরিবার দোয়া প্রার্থনা করেছেন। তার আরোগ্য কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছেন দলের নেতাকর্মীরাও।’

বিএনপিতে প্রগতিশীল অংশের অন্যতম নেতা তরিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। দলের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত বা মনোনিত হয়ে কাজ করেছেন। দলীয় সরকারের সময়ের মন্ত্রিসভায় পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ। তরিকুল ইসলাম বিএনপিতে সর্বজনশ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত। গত কয়েকবছর ধরে তিনি দলের কার্যক্রম থেকে দূরে রয়েছেন। অসুস্থতার কারণে শরীর দুর্বল ও নিয়ন্ত্রিত চলাফেরার কারণে দলের কাজে যুক্ত থাকা সম্ভব হয়নি তার।

শায়রুল কবির খান জানান, অসুস্থ হওয়ার নিয়মিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতারা তরিকুলের খোঁজ নিতেন। গত বুধবার হাসপাতালে নেওয়ার পরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোঁজ নিয়েছেন স্বাস্থ্যের। মির্জা ফখরুল শনিবার যেকোনও সময় তাকে দেখতে হাসপাতালে যেতে পারেন।