হামলার অভিযোগে সিইসির কাছে শাহ মোয়াজ্জেমের চিঠি

শাহ মোয়াজ্জেম (ছবি: সংগৃহীত)মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন নিজের নির্বাচনি এলাকায় তার ওপর হামলার অভিযোগ এনেছেন। এ ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। সোমবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় বরাবর তিনি এই চিঠি পাঠান।


চিঠিতে শাহ মোয়াজ্জেম অভিযোগ করে বলেন, ‘গত শনিবার (৮ ডিসেম্বর) আমার এলাকার এক কর্মীর বিয়ের অনুষ্ঠান থেকে আরেক অসুস্থ নেতাকে দেখতে পাথরঘাটায় যাচ্ছিলাম। পরে বিকাল ৪টার দিকে সিরাজদিখান এলাকার কুচিয়ামোড়ায় পৌঁছালে ১৫-২০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে আমাদের সঙ্গে থাকা ৫টি গাড়ি ভাঙচুর এবং আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এ সময় আমার সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করে আহত করা হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় স্থানীয় লোকজনের সহায়তায় আমরা প্রাণে বেঁচে যাই। পরে আক্রমণকারীরা নৌকার স্লোগান দিতে দিতে গুলি চালিয়ে পালিয়ে যায়।’

01
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি ও আমার নির্বাচনি এলাকার জনগণ ও কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বর্তমান অবস্থা নির্বাচনি আচরণবিধি অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে উপযুক্ত নয়। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাই।’

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা