ঢাকা-৪ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদের গণসংযোগ

ঢাকা-৪ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদের গণসংযোগঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন। এই সময় তিনি বলেন, ‘ছিনতাই, চাঁদাবাজি, মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।’ গণতন্ত্র রক্ষায় ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে নিজের রায় দিতে ভোটরদের প্রতি আহ্বান জানান তিনি।

রবিবার (১৬ ডিসেম্বর) দিনভর নিজের সংসদীয় আসনে  নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালান বিএনপির এই প্রার্থী। সকালে ৫৪ নম্বর ওয়ার্ড বিক্রমপুর হাউজিং থেকে প্রচারণা শুরু করেন সালাহ্উদ্দিন আহমেদ। এ সময় এলাকার অলি-গলিতে গিয়ে প্রচারপত্র বিলি করেন এবং ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে ভোট ও দোয়া চান। পরে শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, গ্লাসপট্টি রোড, শ্যামপুর পালপাড়া, বড়াইতলা, মুরাদপুর মাদ্রাসা রোড, জুরাইন রেলগেট, বিক্রমপুর প্লাজাসহ সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ চালান।

দুপুরে এলাকার মুরাদপুরের জিরো পয়েন্ট মসজিদে যোহরের নামাজে অংশ নেন সালাহ্উদ্দিন আহমেদ। এ সময় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রত্যাশা করে তাদের বুকে টেনে নেন।

প্রচারণার ফাঁকে-ফাঁকে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি বন্ধ এবং সন্ত্রাস ও মাদক নির্মুলে তার পরিকল্পনা ও জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান। তিনি বলেন, ‘ধানের শীষ উন্নয়নের প্রতীক, কল্যাণের প্রতীক ও শান্তির প্রতীক। ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চাই।’

এদিকে প্রচার-প্রচারণার পাশাপাশি এলাকায় ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাস্তায়, অলিগলিতে ও বাড়ি-বাড়ি গিয়ে প্রচারপ্রত্র বিলি করেন।