ডাকসুর ফলাফলে ক্ষমতাসীনরা ইঞ্জিনিয়ারিং করেছে: রিজভী

বিএনপির সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল অস্বাভাবিক বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীনরা ইঞ্জিনিয়ারিং করেছে।’

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভীর দাবি, ‘এই ফলাফল অস্বাভাবিক ও অনেক অসামঞ্জস্য। ছাত্র সংগঠনগুলো নির্বাচনি প্যানেলের ভিপি থেকে সদস্য পর্যন্ত একটা ফিক্সড ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু ডাকসুতে ছাত্রলীগের ভিপি-জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের ভিপি-জিএস’র মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনও কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোনও ব্লু প্রিন্ট ফুলার রোডে ভাইস চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কিনা এটা বলা যাবে দুই-একদিন পর। আগে সব ফলাফল নিয়ে বিশ্লেষণ করি আমি দেখি। তবে এখন পর্যন্ত মনে হয়েছে এটা অস্বাভাবিকই বটে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার অতৃপ্ত আত্মাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান নিজের দেহে ধারণ করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ।