জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো বিএনপি

জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো বিএনপি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বিএনপি দাবি করে, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত মূল্যের চাইতে ৩০০ টাকা কমে প্রতিমণ ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা পাকা ধানে আগুন, মই ও সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ করছেন।

বিএনপির স্মারকলিপিবিএনপি আরও দাবি করেছে,  টাকা যাচ্ছে সরকারের আনুকূল্য পাওয়া মধ্যস্বত্বভোগীদের পকেটে। কিন্তু এ নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই। ধানের দাম কমার জন্য সরকারের উদাসীনতা দায়ী। সরকারের গণবিরোধী নীতির কারণে কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষককে রক্ষা করতে না পারলে দেশে দুর্যোগ নেমে আসবে এবং ১৭ কোটি মানুষ না খেয়ে মরবে।

পাটকল শ্রমিকদের বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, তাদের অনাহারে অর্ধহারে দিন কাটছে। তাদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানায় বিএনপি।