মোদির জয়ে বিএনপির অভিনন্দন

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারাদ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা জানিয়েছে। তিনি বলেন, ‘অভিনন্দন জানিয়ে লেখা চিঠিটি ভারতীয় হাইকমিশনে আজ (শুক্রবার) বা কাল (শনিবার) পাঠানো হবে।’

শুক্রবার (২৪ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘ভারতের নির্বাচনের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের জনগণ ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। যেটা বাংলাদেশে জনগণ পারেনি। ভারতের এটা সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে জনগণ প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হয়েছে এবং গণতন্ত্র সুসংহত হয়েছে।  তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরও গতিশীল ও শক্তিশালী করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, সম্পর্ক হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে। দুই দেশের জনগণের মধ্যে হবে। পরস্পরের প্রতি সম্মান রেখে আমদের সম্পর্ক গড়ে উঠবে। এতে করে আমাদের আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে পারবো। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।