বিএনপির কার্যালয়ের সামনে ফের ছাত্রদলের বয়স্কদের বিক্ষোভ

01নির্বাচনের তফসিল বাতিল চেয়ে ফের বিক্ষোভ করেছেন ছাত্রদলের বিগত কমিটির বয়স্ক নেতারা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে অর্ধশতাধিক বয়স্ক নেতাকর্মী ও তাদের অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে। বিক্ষোভকারীদের নতুন তফসিলের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রদলের সদ্যবিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে ইকতিয়ার কবির, আসাদুজ্জামান আসাদসহ অনেকেই রয়েছেন বিক্ষোভে। ইতোমধ্যে এ আন্দোলন করতে গিয়ে বহিষ্কারের মুখোমুখি হয়েছেন ১২ জন নেতা।
02ছাত্রদলের একটি সূত্র জানায়, বৃহস্পতিবারও ছাত্রদলের সাবেক কমিটির নেতাদের কারও কারও সঙ্গে বিএনপির দায়িত্বশীল পর্যায়ে বৈঠক হয়েছে। আন্দোলনরত ‘বয়স্ক’ নেতাদের দাবি, সদ্যবিলুপ্ত কমিটি নির্ধারিত সময়ে ভেঙে দিয়ে পরবর্তী কমিটি গঠন করলে, সেখানে নতুন নেতৃত্ব আসার সুযোগ ছিল। তারাও তখন নিয়মিত ছাত্র হিসেবে ওই কমিটিতে স্থান পেতে পারতেন। কিন্তু কমিটির মেয়াদ দুই বছরের জায়গায় পাঁচ বছরে গড়ানোর কারণে তারা ছাত্রদলের পদ-পদবি থেকে বঞ্চিত হচ্ছেন।
২০১৪ সালে অক্টোবরে রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছর মেয়াদি ওই কমিটি পাঁচ বছর পর ভেঙে দেওয়া হয় এ বছরের ৩ জুন। এরপর রবিবার (২৩ জুন) পরবর্তী কাউন্সিলের তারিখ ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ওই ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।