লড়াই করে গণতন্ত্র আনতে হবে: দুদু

01লড়াই করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘অতীতে লড়াই করে, যুদ্ধ করে স্বাধীনতা ও গণতন্ত্র এনেছি। আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ও স্বাধীনতা আনতে হলে লড়াই করে আনতে হবে।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনও জায়গায় জবাবদিহিতা নেই, আইনের সুশাসন নেই, সুষ্ঠু বিচার ব্যবস্থাও নেই। এই দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। কিন্তু আজ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য এই দেশ স্বাধীন হয়নি।’
দুর্নীতি বন্ধে সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে এমন কোনও প্রতিষ্ঠান নেই যেখানে দুর্নীতি হয় না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন, টাকা ছাড়া কোনও কাজ হবে না। সম্প্রতি ২৭ হাজার কোটি টাকা, এর আগে ৯৬ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুটপাট হয়েছে। সরকারের এ বিষয়ে কোনও মাথাব্যথা আমরা দেখি না। কোনও মামলাও হয়নি। এই দুর্নীতি বন্ধে সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে।’
সংগঠনের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, আহ্বায়ক কমিটির সদস্য কেএম রকিবুল ইসলাম রিপনসহ অনেকে।