খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান

জিয়াউর রহমানের সমাধিস্থলে আব্দুল মঈন খানের সঙ্গে দলের নেতাকর্মীরাজাতীয় সংসদ ও বিচার বিভাগ সরকারের দখলে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না রাজনৈতিক কারণে। ৫ ডিসেম্বর তার জামিন হবে কি না, তাও একমাত্র সরকারই জানে। তার মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলবে।’

রবিবার (১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ প্রজন্মের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে, সেই সময় তারা ছিল পলায়নপর শক্তি। তারা সাহস করে সামনে এসে যুদ্ধ করতে পারেনি। কিন্তু দেশের মানুষ জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে নেমে এসেছিল।’
মঈন খান বলেন, ‘সরকার বড়াই করে বলে তারা নাকি ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু আন্তর্জাতিক একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছে, বিশ্বের যে পাঁচটি দেশে ধনী-গরিবের ব্যবধান সবচেয়ে বেড়েছে, তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে। তাহলে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি কীভাবে হলো ?’
রাজনৈতিক মামলায় খালেদা জিয়া কারারুদ্ধ দাবি করে মঈন খান বলেন, ‘ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ৩০০ সিটের মধ্যে ২৯২ সিট দখল করা যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যায় না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের আহ্বায়ক শামা ওবায়েদ, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ নেছারুল হক, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।