বিএনপি নেতা ইনামুল হক করোনায় আক্রান্ত

ইনামুল হক চৌধুরী



বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও দলের ফরেন রিলেশন্স কমিটির সদস্য ইনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) তার বাবা মুজিবুল হক চৌধুরী মারা গেছেন। 

শুক্রবার (১০ জুলাই) বিকালে সিলেট থেকে ‘এম এ হক স্বাস্থ্যসেবা’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনী সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘সিলেটের বিএনপি নেতা ইনামুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’ 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ইনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি আছেন। ২৯ জুন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে বাব-মাসহ সিসিইউ-তে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তার বাবা মুজিবুল হক চৌধুরী মারা গেছেন। 
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার খোঁজ রাখছেন। এনামুল হক চৌধুরী আগের চেয়ে অনেকটা ভালো। তার মা সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন। তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এনামুল হকের স্ত্রী শারমিন হক চৌধুরী বাসায় কোয়ারেন্টিনে আছেন। তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত।’