করোনায় আ. লীগ নেতারা সুখে আছেন : রিজভী

অনুষ্ঠানে রিজভী

করোনা মহামারিতে আওয়ামী লীগের নেতারা সুখে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভালো থাকার জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তাদের অনেকেরই কানাডার বেগম পল্লীতে বাড়ি আছে। কারও কারও মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে। এর মধ্যে তারা অত্যন্ত সুখে আছেন। তারা অনেকে টাকা দেশের বাইরে নিয়ে চলে গেছেন। সুখে-শান্তিতে থাকার ব্যবস্থা করেছেন।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সংগঠনের শিল্পীদের ঈদ উপহার ও  শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

বিএনপির নেতাকর্মীদের কষ্টের সীমা পরিসীমা নেই বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘বিএনপি করলে তার চাকরি, ব্যবসা থাকবে না। সে বাড়িতে, এলাকায় ও পরিবারের সঙ্গে থাকতে পারবে না। ঈদের মধ্যেও বাড়িতে যেতে পারবে না। তাকে অসংখ্য মামলা দিয়ে এলাকা ছাড়া, গ্রাম ছাড়া করা হচ্ছে। আজকে শফিউল বারী বাবু মারা গেলেন। কত সংগ্রাম, চরাই-উৎরাই, স্বৈরাচারের কত নিপীড়ন সহ্য করেছেন তিনি। সেই নেতৃত্বেকে আমরা বাঁচাতে পারিনি। এই যে মৃত্যু, এই যে লাশ, এই যে দাফন এর মধ্য দিয়ে আমাদের জীবন কাটছে।’

এসময় উপস্থিত ছিলেন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, জাসাস নেতা ইথুন বাবু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে মোবাইল সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।