উপনির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখছেন রিজভী

রুহুল কবির রিজভী



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আসন্ন উপ-নির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেওয়া হোক সংশ্লিষ্ট এলাকার জনগণ তা প্রতিরোধ করবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। 
রিজভী দাবি করেন,  ‘জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আত্রাই থানা বিএনপি’র আহ্বায়ক মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ অনেক নেতাকর্মীকে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তিনি  এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।
রিজভী অভিযোগ করেন, পাবনা-৪ উপ-নির্বাচনেও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিতে শুরু করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নেতাকর্মীরা।