পৌর নির্বাচনি প্রচারণায় ২০ দলীয় জোটের নেতারা

আসন্ন ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নিজেদের দলীয় ও জোট সমর্থিত প্রার্থীদের জিতিয়ে আনতে সারাদেশে প্রচারণায় নেমেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। বিএনপিসহ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপসহ কয়েকটি শরিক দলের নেতারা ইতোমধ্যে প্রচারণা চালিয়েছেন।

গত পরশু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলায় বিভিন্ন পৌর নির্বাচনি এলাকা এবং গতকাল ঠাকুরগাঁও জেলার নির্বাচনি এলাকাগুলোতে গণসংযোগ করেছেন। এছাড়া তিনি শনিবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, পীরগঞ্জ, দিনাজপুর জেলার বীরগঞ্জ সদর, ফুলবাড়ী, বিরামপুর এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা ও গণসংযোগ শেষে সিরাজগঞ্জের বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা শেষ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

শনিবার বগুড়ায় প্রচারণায় চালিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ভাইস চেয়ারম্যান মাওলানা হাসানাত আমিনী, মাওলানা আলতাফ হোসাইনসহ অনেকে।

বগুড়া থেকে ছাত্র খেলাফতে ইসলামীর নেতা মাওলানা আনছারুল হক ইমরান জানান, আমরা গত বুধবার থেকে প্রচারণায় আছি। আট জনের একটি টিম কাজ করছি নির্বাচনি প্রচারণার। 

শনিবার সারাদিন লক্ষ্মীপুরে প্রচারণায় ছিলেন ২০ দলীয় জোটের তিনটি শরিক দলের মহাসচিব। এদিন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মো. রোমান হোসেন পাটোয়ারীর পক্ষে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম,  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান।

প্রচারণাকালে এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় আসা এই অবৈধ সরকারকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ভোট রক্ষা করতে কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিতে হবে।

কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। তারা নিজেদের সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করছে। নির্বাচন কমিশন নির্বিকার ও নিশ্চুপ আছে। তাদের এই নতজানু ভূমিকার কারণে নির্বাচনের ভবিষ্যত নিয়ে সংশয় তৈরি হচ্ছে।

/এসটিএস/এএ/