ভোটারদের ভোট থেকে বিরত রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আ.লীগ, দাবি জাহাঙ্গীরের

received_352041852725282‘ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী চাচ্ছে না, ভোটের দিন জনগণ ভোট কেন্দ্রে যাক।’ বলে মন্তব্য করেছেন, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসন। তিনি বলেন, ‘এজন্য তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আমাদের নেতাকর্মীদের হুঁমকি-ধমকি দিচ্ছে।’

শনিবার (৩১ অক্টোবর) উত্তরার ৭ নম্বর সেক্টরে লেখক ড্রাইভ রোড, চৌরাস্তা, রবীন্দ্র সরণি রোডে গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গী দাবি করেন, ‘গত ২৪ অক্টোবর থেকে বিএনপি যেখানে কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ সেখানে পাল্টা কর্মসূচি দিচ্ছে। অথচ আমরা প্রতিটি কর্মসূচি দেওয়ার আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশের অনুমতি নেই। আওয়ামী লীগ ইতোমধ্যে কর্মসূচি করেছে এমন স্থানে আমরা কর্মসূচি দিলেও সেখানেও তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এইভাবে আমাদের বাধা দিচ্ছে তারা।’

ঢাকা-১২ আসনের ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দাবি করে জাহাঙ্গীর বলেন, ‘এই কারণে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। তাই ভোটারা ভোট কেন্দ্রে না যায় সেজন্য আওয়ামী লীগের প্রার্থী সবধরণের কর্মকাণ্ড করছে, পরিকল্পনা করছে। আসলে তারা তো দিনের ভোট রাতে করতে পছন্দ করেন।’

বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বলেন, ‘ঢাকা-১৮ আসনে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। তাদের পরিবারকে ভয় দেখিয়ে বলছে আপনার সন্তান, স্বামী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত যেনও বাসায় না থাকেন। থাকলে তাদের সমস্যা হবে। অথচ আমাদের নেতাকর্মীদের নামে কোনও ওয়ারেন্ট নেই।’

গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।