ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার উন্নতি

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি এখন টুকটাক প্রয়োজনীয় কথাও সারছেন স্বজনদের সঙ্গে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে বলে চিকিৎসকরা জানান।

শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মওদুদ আহমদের শরীরে পেসমেকার লাগানো হয়েছে, বলে চিকিৎসকরা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদকে জানান।

শায়রুল কবির জানান, মওদুদ আহমদ টুকটাক জরুরি কথা বলছেন। অবস্থা এখন আগের চেয়ে ভালো, উন্নতির দিকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত খোঁজ খবর রাখছেন। এছাড়া, সিনিয়র নেতারা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন মওদুদ আহমদের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, স্থায়ী পেসমেকার স্থাপনের পর মওদুদ আহমদের শরীর আরও ভালো। আশা করছি দ্রুতই পূর্ণ সুস্থ হবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’