আ.লীগ সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত: বিএনপি

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উসকানিমূলক বক্তব্য দেশের পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি দাবি করেছে, ‘স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’

রবিবার (৪ এপ্রিল) দুপুরে বিএনপির দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ এপ্রিল) বিকালে দলের স্থায়ী কমিটির নিয়মিত সভায় ক্ষমতাসীন দল প্রসঙ্গে এ অবস্থান জানিয়েছে বিএনপি।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ অবস্থানের কথা জানায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় ক্ষমতাসীন নেতাদের দায়িত্বহীন বক্তব্য প্রদান এবং বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সরকারের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা, অযোগ্যতা এবং করোনা নিয়ে দুর্নীতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির স্থায়ী কমিটি। বিএনপি এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্তসহ একটি প্রেস কনফারেন্স করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থায়ী কমিটির সভায় পবিত্র রমজান মাস শুরুর আগেই টিসিবি কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া শতকরা ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে বলা হয়, সরকারের ভ্রান্তনীতি ও ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সভায় অবিলম্বে ভর্তুকি প্রদানের মাধ্যমে দ্রব্যমূল্য হ্রাস এবং গণপরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।