খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৫ এপ্রিল) বিকালে দলের দায়িত্বশীল একাধিক ব্যক্তি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি। হতে পারে তাকে চেয়ারম্যানের মিডিয়া উইং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি প্রায় ৩ বছর ধরে অফিস করছিলেন না।’

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, গত তিন বছর ধরে মারুফ কামাল চেয়াপারসনের মিডিয়া কার্যক্রমে নিষ্ক্রিয়। আসেননি গুলশানের চেয়ারপারসনের অফিসেও। গত শনিবার (৩ এপ্রিল) স্থায়ী কমিটির বৈঠকে তাকে অব্যাহতির দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

মারুফ কামাল ২০০৯ সাল থেকে খালেদা জিয়ার প্রেস সচিবের দায়িত্ব পালন করছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের সময় খালেদা জিয়ার উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

অব্যাহতির বিষয়ে মারুফ কামাল খান বাংলা ট্রিবিউনকে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তবে নিজে ফেসবুক ওয়ালে তিনি একটি মন্তব্যে লিখেছেন, ‘না না। আমি দুঃখিত নই মোটেও। একটি অধ্যায়ের অবসান ঘটলো। কেউই অপরিহার্য নয়। যোগ্যতর কেউ দায়িত্ব নেবে। আমি সাফল্য কামনা করি।’