খালেদা জিয়ার আরোগ্য কামনায় মসজিদ-মন্দিরে প্রার্থনা

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনের জামে মসজিদ ও ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা হয়। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

সোমবার জোহরের নামাজের পর নয়া পল্টনের জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত হয়। এতে আমান উল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডা. রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, এম এ মালেক, আব্দুস সালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার গুলশানের কার্যালয়েও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এতে কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জন্য প্রার্থনা করা হচ্ছেএ দিন বিকালে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মমতে প্রার্থনা হয়েছে। এতে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, সুকৃতি মণ্ডল, অমলেন্দু দাস, রমেশ দত্ত, তরুণ দে, মিল্টন বৈদ্য, জয়দেব জয়, সুবীর বদ্ধন, সঞ্জয় গুপ্ত, মিন্টু বসুসহ অন্যরা যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

এমরান সালেহ প্রিন্স জানান, পবিত্র মক্কায় কাবা শরীফেও বিএনপির অনুসারীরা দোয়া প্রার্থনা করেছেন।

সোমবার জোহরের নামাজের পর শাহবাগের বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে কোরআর খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, গতকাল রবিবার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ আসে। দলের পক্ষ থেকে এ জন্য দোয়া কামনা করা হয়েছে।