খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে: চিকিৎসক দল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক আছে বলে জানিয়েছেন ডা. এফ এম সিদ্দিকী। একইসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার পর ‘আক্রান্তের দ্বিতীয় সপ্তাহ’ অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ হওয়ায় খুব দ্রুত খালেদা জিয়ার সিটি স্ক্যান করার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের বাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ডা. এফ এম সিদ্দিকী। উল্লেখ্য, রবিবার (১১ এপ্রিল) করোনা টেস্ট পজিটিভ আসে বিএনপি প্রধানের।

খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান বলেন, ‘ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে। তার ব্লাডের পরীক্ষাও ভালো এসেছে। কালকে রাতে এবং আজকে সকালে একটু জ্বর উঠেছিল, কিছুক্ষণ ছিল।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাচ্ছেন তার চিকিৎসক দলের প্রধান ডা.এফ এম সিদ্দিকীখালেদা জিয়ার শারীরিক টেস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্টে সবই ক্লিয়ার আছে। তাই মনে করছি, তিনি স্ট্যাবল আছেন। কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও একসময় সিটি স্ক্যান করাবো। অক্সিজেনের অবস্থাও মোটামুটি ভালো আছে। খুব দ্রুত সিটি স্ক্যান করার পর বুঝতে পারবো বাসায় রেখে তার চিকিৎসা হবে, নাকি কোনও হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার।’

ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়া মানসিকভাবে স্থিতিশীল আছেন। যথেষ্ট ভালো আছেন। তিনি বলেন, ‘তার ফিজিওথেরাপি চলছে। আনুষঙ্গিক সব চিকিৎসাই চলছে।’

খালেদা জিয়া দেশবাসীর দোয়া কামনা করেছেন বলে জানান চিকিৎসক সিদ্দিকী। 

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মামুন, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।