ধর্মীয় নেতাদের মুক্তি দিন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৬ মার্চ দেশে যে তাণ্ডব হয়েছে, এ জন্য সরকারই দায়ী। বায়তুল মোকাররম এলাকায় যে বিক্ষোভ হয়েছিল, তা শান্তিপূর্ণ হলেও পুলিশের ভূমিকার কারণে অশান্ত হয়েছে। ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনা হয়েছে, তা সরকারের তৈরি করা।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত (১৭ এপ্রিল) স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি সম্প্রতি গ্রেফতারকৃত ধর্মীয় নেতাদের মুক্তি দাবি করেন।

হেফাজতের সঙ্গে বিএনপির কোনও রাজনৈতিক সম্পর্ক নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘ধর্মীয় নেতা ও আলেম ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। হেফাজতের সঙ্গে বিএনপির কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। এরা ধর্মীয় সংগঠন। লক্ষ করলাম, এসব ধর্মীয় নেতাকে গ্রেফতার করে ধর্মপ্রাণ মানুষের বুকে আঘাত করা হচ্ছে, তাদের সেন্টিমেন্টে আঘাত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো তুলে নেওয়া উচিত।’

স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে এসব ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা হচ্ছে। ওইসব ঘটনার সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক ছিল না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলুষিত করা হয়েছে মানুষের রক্ত দিয়ে।’