জিয়া ভোটাধিকারে বিশ্বাসী নেতা: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমাদের নেতা জিয়াউর রহমান গণতন্ত্র, ভোটাধিকারে বিশ্বাসী একজন নেতা ছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যাকার ভেদাভেদ দূর করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু এখন তা অবশিষ্ট নেই।’

শনিবার (২৯) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ‘অসহায় পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ’ করা হয়। রাজধানীর মোহাম্মদপুরে এই কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতন্ত্রকে হরণ করেছে, আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই যে লক্ষ্যে ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার ফিরে দেওয়াই এবারের জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করাই হচ্ছে এবারের শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ।’

এসময় বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিস অসীম, শামীমুর রহমান শামীম, ড. মোর্শেদ হাসান খান, ডা. পারভেজ রেজা কাকনসহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।