শুক্রবার বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি

২০২১-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। শুক্রবার (৪ জুন) সকাল ১১টায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে দলের পক্ষ থেকে ব্রিফ করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ জুন) রাত আটটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, বিএনপির পক্ষ থেকে গত ২৮ মে বাজেট-ভাবনা তুলে ধরা হয়েছিল। মির্জা ফখরুল সেদিন সংবাদ সম্মেলনে বলেন, ‘বিএনপি এবারের বাজেটকে কেবল নির্দিষ্ট অর্থবছরের হিসাবের চেয়ে আগামী দিনের অর্থনীতির সুনির্দিষ্ট পথনির্দেশের যাত্রাবিন্দু হিসেবে দেখতে চায়।’

যদিও আজ বিকালে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী সমালোচনা করেছেন।