খালেদা জিয়ার অ্যাডভান্স চিকিৎসা দরকার: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অ্যাডভান্স চিকিৎসা দরকার বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বেগম জিয়ার ফান্ডামেন্টাল প্রবলেম। তার হার্টের ও কিডনির সমস্যা। এই বিষয়টিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করি বাংলাদেশে যেসব চিকিৎসা সুবিধা আছে, তা যথেষ্ট নয়। তার অ্যাডভান্স চিকিৎসা দরকার।’

শুক্রবার (১১ জুন) রাজধানীর গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি চিকিৎসকদের বোর্ড দেখাশোনা করছে। তারা অত্যন্ত অভিজ্ঞ। তাদের সর্বশেষ বক্তব্য, ম্যাডামের পোস্ট কোভিড যে প্যারামিটারগুলো আছে; সেদিক থেকে ম্যাডামের অবস্থা বেটার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকেরা বলছেন ম্যাডামের বয়স ও তার অসুখগুলো বিবেচনায় নিলে তার অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়া দরকার।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল সিটি স্ক্যান করান তিনি। অক্সিজেনজনিত সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ এপ্রিল ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। এক মাস পর গত ৩ জুন খালেদা জিয়াকে সিসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়।