খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হোক: মির্জা ফখরুল

খালেদা জিয়া খুবই অসুস্থ উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে রাজধানীর বেরাইদে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের প্রতিটি মানুষের কাছে তিনি খুব প্রিয় মানুষ। কারণ তিনি একজন গৃহবধূ ছিলেন। যখন এই দেশের মানুষের প্রয়োজন ছিল তখন তিনি রাস্তায় বেড়িয়ে এসেছেন। দীর্ঘ ৯ বছর সংগ্রাম করেছেন, কারাগারে গেছেন। যুদ্ধ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়াকে দীর্ঘ চার বছর কারাগারে আটক রাখার কারণে করোনা থেকে মুক্ত হলেও অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার হার্ট, কিডনি, লিভারে সমস্যা তৈরি হয়েছে। ডায়াবেটিস আছে। সবগুলো মিলিয়ে তিনি অনেক অসুস্থ আছেন। আপনারা জানেন তার পরিবার সরকারের কাছে আবেদন করেছিল যে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।’

বিএনপির মহাসচিবের অভিযোগ, এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ যেকে বঞ্চিত করেছে।

তিনি বলেন, ‘সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই নেত্রীকে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। তাকে মুক্তি দেওয়া হোক।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের সরকার কতটা রাজনৈতিক প্রতিহিংসার দল, যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেখানে তার কোনও রকম সংশ্লিষ্টতা নেই। তারা বলছে ২ কোটি টাকা তছরুপ হয়েছে। মূলত একটা পয়সাও তছরুপ হয়নি। দুই কোটি ৩৪ লাখ টাকা এখন ৮ কোটির ওপরে ব্যাংকে জমা হয়ে আছে।

তিনি বলেন, ‘মিথ্যা একটা মামলা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আর এখন আওয়ামী লীগের নেতারা-মন্ত্রীরা হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। গত ৫/৬ বছরের মধ্যে ৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।’