মুক্তি পেলেন নিপুণ রায়

গ্রেফতার হয়ে আড়াই মাস কারাভোগের পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন। শুক্রবার (১৮ জুন) দুপুর একটার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এদিন দুপুর দুইটায় বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে, দুই মামলায় গত বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ নিপুণ রায়ের জামিনের আদেশ দেন।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজারের বাসভবন থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়।