রিজভী কেমন আছেন?

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গত ৯ মে স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপির এই নেতা। বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

এদিকে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দলের অনুসারীদের রিজভীর বাসায় ভিড় না করতে আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম সাংবাদিকদের জানান, রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বর্তমানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশজুড়ে ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা অনুরোধ করেছেন তিনি যেন দর্শনার্থীদের সঙ্গে দেখা না করেন। তাই একান্ত প্রয়োজন ছাড়া নেতাকর্মীদের তার বাসভবনে ভিড় না করতে অনুরোধ করেন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘৯ মে হাসপাতাল থেকে বাসায় যাওয়া রুহুল কবির রিজভীকে প্রথম দেখায় চেনার উপায় ছিল না। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল।’

উল্লেখ্য, রুহুল কবির রিজভীর গত ১৬ মার্চ করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে। পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সিটিস্ক্যানে জটিলতা ধরা পড়ে। অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না বলে বেশ কিছু দিন আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয়। গত ১৭ এপ্রিল করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে রিজভীর। এর আগে তার পাঁচ দফা টেস্টে পজিটিভ আসে।