২১-২৩ সেপ্টেম্বর বিএনপির মতবিনিময়

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের ধারাবাহিকতায় আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা করার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল জানান, শনিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ইতোমধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোতে রাজনৈতিক, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আর বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো।’

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মতবিনিময় সভা ডাকেন।