বিএনপির সভা রূপ নিয়েছে ‘সমাবেশে’, মির্জা ফখরুলের ধমক

‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক বিএনপির আলোচনাসভা বিপুল নেতাকর্মীদের উপস্থিতিতে রূপ নিয়েছে সমাবেশে। শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার সময় নির্ধারিত থাকলেও সকাল ৯টার আগেই নেতাকর্মীরা জড়ো হন মিলনায়তনে। পরে মিলনায়তন পরিপূর্ণ হয়ে বাইরেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা স্লোগান দিতে শুরু করলে মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডায়াসে মাইক নিয়ে ক্ষুব্ধকণ্ঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি নেতাকর্মীদের ধমক দেন।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনও স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।’

সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তরুণদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সভার গুরুত্ব অনুধাবন করো। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে সভা করা যাবে না আর। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের প্রেসক্লাবে সভা হওয়ার কথা ছিলো, সেখানেও বন্ধ হয়েছে।’

প্রসঙ্গত, আজকের আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১ অক্টোবর, শুক্রবার হওয়ার কথা থাকলেও পরে অনুমতি মেলেনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।