আ.লীগের পতন ছাড়া জনগণের মুক্তি নেই: আবদুস সালাম

‘আওয়ামী সরকারের পতন ছাড়া দেশের মুক্তি আসবে না, জনগণ মুক্তি পাবে না’, বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চম তলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের অফিসে শ্রমিক দল-ঢাকা মহানগর উত্তর আদাবর থানা শাখার কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাম বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা এখন এক মগের মুল্লুকে বাস করছি, যেখানে রাজনীতি করার অধিকার কেবল আওয়ামী লীগেরই রয়েছে, অন্য কারও নেই।’

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতে বর্তমান অবৈধ সরকার এখন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও উদ্ভট মামলা দায়ের করে তাদেরকে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।’

সভায় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি  আনোয়ার হোসাইন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, আদাবর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।