‘প্রতিবাদ’ শব্দটিকে নির্বাসনে পাঠানো হয়েছে: রিজভী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে আপনাকে যেতে হবে শ্রীঘরে না হয় লাল ঘরে। প্রতিবাদ বলে গণতন্ত্রে যে শব্দটি স্বীকৃত, সেই শব্দটিকে নির্বাসনে পাঠিয়েছে এই সরকার। এইটাই হলো বাস্তবতা।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এই সরকারের আমলে জুট মিলের শ্রমিকরা আন্দোলনে করে। বিভিন্ন মিল-ফ্যাক্টরি-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। এটাতো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কারণ পেঁয়াজ, মরিচ বা সোয়াবিন তেলের দাম বাড়লে এই সরকারের তাতে কিছু যায় আসে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।