সরকার যদি আন্দোলন স্তব্ধ করে দেয়, তবে আমাদের জন্মই বৃথা: গয়েশ্বর

নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই সরকারের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। জনবিচ্ছিন্ন এ সরকার যদি আমাদের কন্ঠরোধ করে, আন্দোলনকে স্তব্দ করে, তাহলে আমাদের জন্মই বৃথা। আমাদের জন্ম হয়েছে সংগ্রামের জন্য।’

সোমবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের অনুসারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।  জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সমাবেশ করা হয়।

তিনি বলেন, ‘আমাদের আর কথা নয়; এখন থেকে অ্যাকশন। অ্যাকশন অ্যাগেইনস্ট মিডনাইট গভর্মেন্ট। এই ভোট চোর সরকারের বিরুদ্ধে জনগণের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’

সাবেক জনপ্রতিনিধিদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, এখনও আপনাদের নেতৃত্বে এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে। এসব মানুষ নিয়ে আপনারা আরও ঐক্যবদ্ধ হন। আমরা আবারও ‘৯০ এর মতো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবো। খালেদা জিয়াকে মুক্ত করবো, দেশবাসীকে মুক্ত করবো।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের নেত্রী আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। চিকিৎসকদের কথা সরকার কানে নেয় না, তারা আইনের ছবক দেয়। আবার বলে, তাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে এ সময়ে কোন লোকটা নিষ্পাপ আছে, যার কাছে খালেদা জিয়া ক্ষমা চাইবে। খালেদা জিয়া এমন কী অন্যায় করেছে, যার জন্য ক্ষমা চাইবে?

জিয়া পরিবার নিয়ে সরকারের এক প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মন্ত্রিসভার এ সব বেয়াদব মন্ত্রীদের হাতের নাগালে পেলে আদব কায়দা শিখিয়ে দেওয়া হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের প্রথিতযশা চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে, এ দেশে তার আর কোনও চিকিৎসা নেই। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিরা তুচ্ছ তাচ্ছিল্য করছেন।’

তিনি বলেন, ‘বখাটেদের মন্ত্রী সভায় জায়গায় দেওয়া হচ্ছে। অমানুষরা, দুষ্টু, বখাটেরা মন্ত্রী।  কুরুচিকর বক্তব্য যারা দেয়, তাদের গ্রেফতারের দাবি করছি, গ্রেফতার করতে হবে।’