আজ বিকালে সংবাদ সম্মেলন

সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে সিরাজগঞ্জ অফিসে হামলা: মির্জা ফখরুল

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জে বিএনপির কার্যালয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে হামলা করার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।’

সোমবার (২৪ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৪ জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে যুবদল নেতাসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

 

মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সোমবার (২৪ জানুয়ারি) স্থায়ী কমিটির সভা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব।

উল্লেখ্য, ১১ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে তারা দুজনেই সেরে ওঠেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসছেন মির্জা ফখরুল।