ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি পুলিশি বাধায় সমাপ্ত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদলের ‘প্রতীকী অনশন’ পুলিশি বাধায় সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতীকী অনশনে বসেন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বিকাল ৩টা পর্যন্ত অনশন কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশি বাধায় পৌনে ১২টায় কর্মসূচি সমাপ্ত করে দেন বলে জানান ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে অনশন শুরু করি। বিকাল ৩টা পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ ১০টা থেকে আমাদের বাধা দিতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন সেখানে। তারা আমাদের কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করতে বলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সভাপতির বক্তব্যের মাধ্যমে দুপুর ১২টায় অনশন সমাপ্ত করি।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কারণে আমরা তাদের কর্মসূচি শেষ করতে অনুরোধ করি। তারা সেটি মেনে শেষ করে চলে গেছে।’