২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে গয়েশ্বর চন্দ্র রায়ের বৈঠক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত ঢাকার নয়াপল্টনে তার রাজনৈতিক কার্যালয়ে ছিল এই সভা। এতে জোটের কয়েকজন নেতা অংশ নেন। 

সরেজমিনে রাত ৭টা ৩৫ মিনিটে খোঁজ নিতে গেলে একজন অফিস সহকারী বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠক শেষ হয়েছে। এতে জোটের অন্তত ১০-১২ জন নেতা উপস্থিত ছিলেন। 

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শওকত আমীন রাত পৌনে ৮টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠক ভালো হয়েছে। চা-নাশতা খেয়েছি। আমাদের মতবিনিময় হয়েছে। অনেকদিন জোটের নেতাদের কোনও বৈঠক হয়নি।’

শওকত আমীন এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনও সিদ্ধান্তের বিষয়ে কথা হয়নি। সিদ্ধান্ত হলে দল থেকে জানানো হবে। মনে হয়, বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেই বৈঠকটি হয়েছে। আসর নামাজের পর বসে সভা শেষ হয়েছে সন্ধ্যা ৭টার দিকে।’

মতবিনিময়ে অংশ নেওয়া জোটের একনেতা জানান, বৈঠকে ছিলেন জাগপা’র (একাংশ) খন্দকার লুৎফুর রহমান, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, ক্বারী আবু তাহের, মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফরহাদসহ অন্তত ১০-১২ জন।

একটি শরিক দলের প্রধান সৈয়দ এহসানুল হুদা বৈঠকের বিষয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কেবল চা পানের জন্য গিয়েছিলাম। বিকাল ৪টার দিকে গিয়েছি, মাত্র ঘণ্টাখানেক ছিলাম। মাঝে মধ্যেই দাদার (গয়েশ্বর চন্দ্র রায়) কাছে যাই। এটা কোনও আনুষ্ঠানিক বৈঠক ছিল না। আমি যখন গিয়েছিলাম, তখন কেউ ছিল না।’

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের কার্যালয়

বৈঠকের বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বাংলা ট্রিবিউনের কাছে কোনও মন্তব্য করতে সম্মত হননি। তার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, এটি আনুষ্ঠানিক কোনও বৈঠক ছিল না। এ কারণে তিনি মন্তব্য করতে নারাজ।

বিএনপির কয়েকজন নেতার সঙ্গে আলাপে জানা গেছে, সরকারবিরোধী জোট গড়ার লক্ষ্যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্ভাব্য যে মতবিনিময় শুরু হওয়ার কথা তার আগেই গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে জোটের নেতাদের বৈঠক আগ্রহ বাড়িয়েছে। যদিও দলের কেন্দ্রীয় কোনও নেতাই সভার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। 

স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, ‘একটি ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর আগে বিদ্যমান যেসব দলের সঙ্গে বিএনপির জোট রয়েছে, তাদের মতামত জানা দরকার। এ কারণে গয়েশ্বর চন্দ্র রায় জোটের নেতাদের সঙ্গে কথা বলতে পারেন।’

তবে স্থায়ী কমিটির আরেক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির মতবিনিময়ের জন্য এখন পর্যন্ত শিডিউল হয়নি। শিডিউল হলে পরে কোন নেতা কার সঙ্গে বসবেন তা জানা যাবে।’