সার্চ কমিটি বিএনপির জন্য কোনও সাবজেক্ট না: ইকবাল হাসান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন তার দলের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি কোনও বিষয় না। তিনি বলেন, ‘সার্চ কমিটি আমাদের জন্য কোনও সাবজেক্টই না। কারা আছে, কারা নেই, কে থাকলো, কে থাকলো না—এসব জানতে আমরা ইন্টারেস্টেডও না।’

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে  দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সার্চ কমিটি সংক্রান্ত বিষয়ে বিএনপির অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘আমাদের দলের অবস্থান খুব পরিষ্কার। আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। এখন সার্চ কমিটিই হোক বা যেই হোক, আর যে নির্বাচন কমিশনই থাকুক, এই সরকার থাকলে আমরা কোনও নির্বাচনে যাবো না, এমন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ফলে, এটা নিয়ে আমরা কোনও রকম মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘এই সরকার অনেক কিছু বলে। এর আগেও বলেছিলো নিরপেক্ষ লোক, বস্তুনিষ্ঠ লোক সবাই। পরে আমরা যে নির্বাচন কমিশন পেয়েছিলাম, সেটা মনে হয় বাংলাদেশের জঘন্যতম নির্বাচন কমিশন।’

টুকুর মন্তব্য, এই সরকারের অধীনে কোনও নির্বাচনে বিএনপি যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচন করে তো প্রশাসন। আর প্রশাসন থাকে সরকারের অধীনে, তো এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণিত।

এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘আমাদের দল থেকে কেউ কখনো আইনের কথা বলেছে বলে মনে পড়ে না। কেউ বলে থাকলে সেটা তার ব্যক্তিগত হতে পারে, ব্যক্তিগত মতামত দিয়েছে। বিএনপি দলীয়ভাবে নির্বাচন কমিশন আইনের ব্যাপারে কিছু বলেনি। বেগম জিয়াও বলেছেন, এই সরকারকে ক্ষমতায় রেখে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং, এই সরকারকে ক্ষমতায় রেখে যত বড়ই কমিশনই হোক, কোনও কিছুতেই কিছু হবে না।’