‘খালেদা জিয়া ক্ষমতার জন্য রাজনীতি করেন না’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন যে, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। এই কারণেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘‘আপনারা (সরকার) তো ছাড়তে পারলেন না। ২০১৪ সালে আপনারা তো বলেছিলেন, ‘দরকার হয় আরেকটা নির্বাচন দেবো।’ কই আপনারা তো ক্ষমতার লোভ সামলাতে পারেননি।’’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে  মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে, তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ যদি ক্ষমতায়  থাকে, বর্তমান প্রধানমন্ত্রী চেয়ারে বহাল থাকেন, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, সব মন্ত্রী থাকেন, তাহলে আপনারা নির্বাচন কমিশনে বসে কী করবেন? নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন? কোনোভাবে সম্ভব না। তাই এখনও সময় আছে। আমরা চাই, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আল্লাহর ওয়াস্তে কমিশনার হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে, স্বেচ্ছায় আপনারা নাম প্রত্যাহার করবেন।’

আয়োজক কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতাকর্মীরা।