কাপুরুষ ছাড়া মেয়েদের ওপর আঘাত করতে পারে না: রিজভী

কাপুরুষ ছাড়া মেয়েদের ওপর আঘাত করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‌‘ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা’য় আহত নেতাকর্মীদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২৫ মে) রাজধানীর নয়া পল্টনে মহিলা দলের মানববন্ধনে রিজভী বলেন, ‘ছাত্রলীগের আগে ছাত্র আছে। ছাত্র মানে মানবিকতা। গতকাল আমি হাসপাতালে হাসপাতালে গেছি। মানসুরা, তৃণা হাসপাতালে কাতরাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদের আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।’

তিনি বলেন, ‘যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, রাশেদকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।’

নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে রিজভী অনতিবিলম্বে ছাত্রলীগের হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের অন্যান্য নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন।