রিজভীকে ঢাবিতে আমন্ত্রণ করায় অধ্যাপককে কারণ দর্শানো নোটিশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে আমন্ত্রণ করায় প্রশ্নের মুখে পড়েছেন আমন্ত্রণকারী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি ওবায়দুল ইসলাম। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবং ঘটনা অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত রবিবার (১৯ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাবি ক্লাবে যান। সেখানে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন। সঙ্গে তার স্ত্রী ও কয়েকজন বন্ধু ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের দাওয়াতে যান তিনি।

এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগপন্থী নীল দল মনোনীত সিনেট সদস্য আব্দুর রহিম বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা সোমবার ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মিটিং করি। সেখানে এ বিষয়ে ক্লাবের সভাপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বৈঠকে তিনি একটি ব্যাখ্যা দিয়েছিলেন। সেটি লিখিত আকারে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ জমা দিতে বলা হয়েছে।’

এ বিষয়ে ওবায়দুল ইসলাম বলেন, ‘রাতে ক্লাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অতিথিরা আসেন। খাওয়া-দাওয়া করেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ক্লাবের সভাপতি। আমার আমন্ত্রণেও রিজভীসহ কিছু অতিথি এসেছিলেন। কোনও বৈঠক করা হয়নি। সাধারণ আড্ডা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেউ গোপন বৈঠক করতে কি ক্লাবে আসবে? যেখানে সিসিটিভি ফুটেজ আছে এবং অতিথিরা তাদের স্ত্রীদের নিয়ে এসেছিলেন। কেউ যদি গোপন বৈঠকের পরিকল্পনা নিয়ে আসেন, তাহলে কি স্ত্রীদের নিয়ে আসবেন? আমরা যখন ক্লাবে আড্ডা দিচ্ছিলাম তখন অন্য রুমে আওয়ামীপন্থী শিক্ষকরাও ছিলেন।’