সুখরাজ্য নির্মাণ করেছে আ.লীগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশ প্রশাসনের ভয়াবহ কৈবল্য ঘটেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক সুখরাজ্য নির্মাণ করেছে। সমগ্র শিক্ষার মূলে ছাত্রলীগের আগ্রাসনে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের রাজনীতির কারণে এখন দেশে দুর্বৃত্তায়ন ও ইতরায়নের জয়জয়কার।’

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর নয়া পল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি এখন এমনই যে, যে জনপদের মধ্য দিয়ে হেঁটে যাওয়া হয়, সেটিকেই মনে হয় অন্ধকার, গোরস্থান। পদ্মা সেতু উদ্বোধন নিয়ে যে কাণ্ড করা হলো তা আরব্য রজনীর আলিফ লায়লার কাহিনীকেও হার মানাবে।’

বানভাসিদের ত্রাণ দেওয়া প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রবল বন্যায় বানভাসি মানুষের জন্য জনপ্রতি মাত্র ১৮ টাকা ও দেড় কেজি চাল বরাদ্দ করা হয়েছে। এ যেন কর্মহীন অর্ধাহার-অনাহারক্লিষ্ট মানুষের প্রতি নির্মম পরিহাস। এই পরিস্থিতি সরকারের অসৎ অনাচারের একটি সুনিশ্চিত ভঙ্গি।’

‘এটি এই শতকে সভ্যতার সংকটের এক দূর্বিষহ দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেন বিএনপিনেতা রিজভী। তার মন্তব্য, সরকারের এহেন আচরণ দুঃস্বপ্নের অতীত এক অভিঘাত।