‘বর্তমান ইসির প্রতি বিএনপি আস্থাশীল নয়’

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি বিএনপি আস্থাশীল নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৮ জুলাই) দলের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের এমন অবস্থানের কথা জানান।

সংলাপে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, ‘(অডিট রিপোর্ট জমা) এটা রুটিন ওয়ার্ক। এটা নির্বাচন কমিশন অফিসে দিতে হয়। সংলাপ তো রাজনৈতিক বিষয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা এই নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল নই। ইসির এখনও পর্যন্ত যে কথাবার্তা দেখছি, সেটা একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে— এটা আমরা আশা করছি না। এটা তাদের আচরণের মধ্য দিয়ে দিয়ে প্রমাণ করছে।’

তিনি জানান, এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে এবং  সেই সরকারের অধীনে যে নির্বাচন কমিশন গঠিত হবে, তার মাধ্যমে নির্বাচন হবে।

ইসির কোনও আমন্ত্রণেই আসবেন না, বর্জন করে যাবেন? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা আজ এসেছি অডিট রিপোর্ট জমা দিতে। যদি ইসির আচরণ এরকম হয়, সে যদি বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সটেনশন হিসেবে  ব্যবহার করে, আগামী নির্বাচনগুলো যদি তার ইচ্ছা অনুযায়ী করতে চান এবং কর্মকাণ্ডের মধ্য যদি সেই ইচ্ছার প্রতিফলন ঘটে, নিশ্চয়ই সেই ইসি জনগণের আস্থাভাজন হবে না। সেই ইসির অধীনে তো সুষ্ঠু নির্বাচন হবে না। নিশ্চয় আন্দোলন হবে।’