বিদ্যুৎ গ্যাস পানি রাজনৈতিক পণ্য হয়ে গেছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'বিদ্যুৎ-গ্যাস-পানি বাজারের পণ্য নয়, এগুলো রাজনৈতিক পণ্য হয়ে গেছে। কারণ এগুলো তারাই নিয়ন্ত্রণ করছে, সরকার মূল্য নির্ধারণ করে দিচ্ছে। আর এই মূল্য পরিশোধ করতে বাধ্য হচ্ছে জনগণ।'

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘আওয়ামী লীগের একটা অর্থনৈতিক মডেল তৈরি হয়েছে। যেখানে তারা পৃষ্ঠপোষকতা করে, তারাই ব্যবসা-বাণিজ্য করছে, তারাই লুটপাট করছে। একেবারে বিচারের বাইরে থেকে লুটপাট করেছে।’

তিনি বলেন, 'আগে লুটপাট করলে দুর্নীতির টাকা দেশে বিনিয়োগ করতো কিছু কিছু লোক। এখন লুটপাট করে দেশের বাইরে নিয়ে যাচ্ছে টাকা। কারণ এরকম লুটপাট বিশ্বে কোথাও পাবেন না। এসব আর শত কোটিতে নেই, হাজার কোটিতে চলে গেছে।'

দেশে বিনিয়োগের পরিস্থিতি নেই মন্তব্য করে আমির খসরু বলেন, 'এদেশে কে বিনিয়োগ করবে? যেদেশে ডলারের দাম দ্রুত বেড়ে যাচ্ছে সেখানে বিনিয়োগ করার সুযোগ নেই।'