বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পর এবার কমিটি দিতে চায় ছাত্রদল

২০১৩ সাল থেকে মাত্র ৯টি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় থাকলেও এবার ছাত্রলীগের পথ ধরে দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়ার কথা জানিয়েছে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শাখা কমিটি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি মো. আবু হোরায়রা।

লিখিত বক্তব্যে আবু হোরায়রা উল্লেখ করেন, ২০১১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আওতায় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ প্রতিষ্ঠিত হয়। ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’। আহ্বায়ক কমিটির হাত ধরে ২০১৩ সালে ৯টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি অনুমোদিত হয়। ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তৎকালীন সভাপতি এবং সাধারণ সম্পাদক ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’-এর ১০ সদস্যের কমিটি অনুমোদন করেন। পরে ২০১৬ সালের ২৫ অক্টোবর ৬৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও  বলা হয়, আগের ধারাবাহিকতায় এ বছরের ৩০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় সংসদ। এরপর সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু পর্যায়ক্রমে ১০৮টি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠনের লক্ষ্যে ৪ জুলাই ২০১৩ সালে গঠিত বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত করেন। বর্তমানে এই কমিটিগুলো সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া বলে জানান আবু হোরায়রা।