প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরে যে কারণে বিক্ষোভে নেই বিএনপি

গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় কোনও প্রতিবাদ জানায়নি যুক্তরাজ্য বিএনপি। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে এসেছেন, প্রতিবারই তার অবস্থানস্থল, এয়ারপোর্ট ও অনুষ্ঠানস্থলের সামনে নানা ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য বিএনপি। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে।

সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরকে ঘিরে যুক্তরাজ্য বিএনপি কোনও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেনি।

এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেহেতু যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছি, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমরাও শোকাহত। যুক্তরাজ্য সরকার রানির মৃত্যুতে ১২ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তাছাড়া রানি কমনওয়েলথেরও প্রধান। আমরা শোকাবহ অবস্থায় দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি কোনও প্রতিবাদ কর্মসূচিতে না যাওয়ার। দ্বিতীয়ত, প্রতিবার আমরা রাজপথে নেমে প্রতিবাদ করি। কিন্তু এবার শেখ হাসিনার উদ্দেশে নীরব প্রতিবাদ করলাম।’