যারা সরকারকে মানে না, সংলাপ তাদের সঙ্গে: মির্জা ফখরুল

‘আমরা সংলাপ করছি তাদের সঙ্গে, যারা এই সরকারকে মানে না। যারা মনে করে যে, এই সরকার দেশের গণতন্ত্রকে ধবংস করে দিয়েছে, তাদের সঙ্গে আমরা সংলাপ করছি।’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যোগ করেন, ‘সংলাপ বিরোধীদের সঙ্গে হবে, আওয়ামী লীগের সঙ্গে সুযোগ নেই।’

শুক্রবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কোনও সুযোগ নাই, প্রশ্নই ওঠে না। দে মাস্ট লিভ, তাদেরকে চলে যেতে হবে। আমরা বারবার করে বলছি যে, চলে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে।’

নির্বাচন নিয়ে সরকার আলোচনায় ডাকলে যাবেন কিনা, প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘প্রশ্নই উঠতে পারে না। আমাদের দাবি না মানা পর্যন্ত কোনও আলোচনার সুযোগ নেই, কোনও আলোচনা হবে না।’

যুগপৎ আন্দোলন কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছি। সময়টা এখনই বলা যাবে না। সেই সংলাপ যখনই শেষ হবে, তখন বলতে পারবো।’

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দল তার মতামত বলবে, শেখ হাসিনাও তার বক্তব্য বলবেন। এভাবেই তিনি টিকে আছেন জনগণকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, ভয় দেখিয়ে—সবকিছু করে টিকে আছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে আমাদের ভয় পাওয়ার প্রশ্ন নেই। বরং, তারা ভীত হয়ে আছেন। তারা সন্ত্রস্ত আছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারবেন না, এটাই হচ্ছে মূল কথাটা।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জে মোহাম্মদ আলী ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত ছিলেন।